রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
শিবগঞ্জের মনাকষাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রাম বাসীর মধ্যে ধাওয়া –পাল্টা ধাওয়া,ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর, লুটপাট ও পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের প্রায় ২৫-৩০জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২৫ মার্চ মঙ্গলবার রাত নয় টা হতে ১১পর্যন্ত। পুলিশের ভাষ্য মতে বর্তমানে প্রস্তুতি শান্ত রয়েছে।
প্রত্যক্ষ দর্শী ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে , সম্প্রতিক কালে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের নামোটোলা ও খড়িয়াল শেখটোলা গ্র্রামের যুবকদের মধ্যে ক্রিকেট খেলার নামোটোলা দলের হারিয়ে যাওয়া একটি ক্রিকেট ব্যাট নিয়ে গত মঙ্গলবার রাত নয় টার দিকে মনাকষা বাজারে দুই দলের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়।
পরে এটি দুই গ্রামের সাধারণ জনগনের মাঝে ছড়িয়ে পড়লে উভয়ের মাধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয়ে ইটপাটকেল নিক্ষেপ ও ১৫/২০ ককটেল বিস্ফোরণ ঘটায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হলে পুলিশের গাড়িতেও হামলা হয়। কিছুক্ষণ পরে যৌথবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় উভয় পক্ষের প্রায় ২৫/৩০জন হালকা আহত হয়েছে।
তাদের মধ্যে কয়েকজন স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছে। মনাকষা বাজারে তরমুজের দোকানদার সুলতান ও বাহাদুর জানান আমাদের চার জন তরমুজ ব্যবসায়ীর নগদ ৪৫ হাজার টাকা ও সাড়ে তিন লাখ টাকা মূল্যের ২৫০ তরমুজ তছনছ ও লাটপাট হয়েছে। অন্যদিকে বাবু জানান তার ফ্লেক্সির দোকানে ভাংচুর ও ১৮ হাজার টাকা মূল্যের মিনিট কার্ড লুট হয়েছে।
এ সংবাদ লিখা পর্যন্ত মনাকষা বাজারে থমথমে অবস্থা বিরাজ করছিল। এব্যাপারে মনাকষা ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদাত হোসেন খুররম বলেন এ ব্যাপারে আমি কিছু জানিনা। শুধু শুনেছি ক্রিকেট খেলা নিয়ে গোলমাল হয়েছে।
তবে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন রাতে পুলিশ ও যৌথবাহিনীর প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহতের সংবাদ পেয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলেতদন্ত সাপেক্ষে আইননুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।