শিবগঞ্জে দুটি উন্নয়ন কাজের উদ্বোধন

আপডেট: নভেম্বর ১৩, ২০২৩, ৯:০৬ অপরাহ্ণ

শিবগঞ্জে দুটি উন্নয়ন কাজের উদ্বোধন
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


শিবগঞ্জে মনাকষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদ ওয়াক্তিয়া মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) বিকেলে ৭৯ লাখ ৬১ হাজার টাকা ব্যয়ে এই দুটি উন্নয়ন কাজের উদ্বোধন করেন ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি।

উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার কোন বিকল্প নেই। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ