শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর উচ্চবিদ্যালয়ের শতদশ বর্ষ পূর্তি উপলক্ষে বিদ্যালয় মাঠে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও শতদশ বর্ষ পূর্তি উৎসব উদযাপন কমিটির সভাপতি তোফাজ্জল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম মাহমুদ হাসান ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আবদুর রাজিব রাজু। এসময় শতদশ বর্ষ পূর্তি উদযাপন কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম, ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষকমন্ডলীসহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।