সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গোয়াবাড়ি চাঁদপুর বাজার মোড় বিসি রোড হতে আড়গাড়াহাট পর্যন্ত ১ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজ শুরু হয়েছে। রোববার (১৯ মার্চ) বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৭৩ লাখ ৯৬ হাজার টাকা ব্যয়ে এই সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ উপলক্ষে গোয়াবাড়ি চাঁদপুর আমবাগানে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, এলজিইডির উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ ।