বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণ চেষ্টার মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তাররা হলো, শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর এলাকার মৃত সাম মোহাম্মদের ছেলে তৌফিক (৩৮) ও কমলাকান্তপুর কওমী মাদরাসা এলাকার রশিদুল হকের ছেলে আজিম (৩৯)।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার (২৭ ডিসেম্বর) রাতে শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাতে কানসাট এলাকায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণ চেষ্টা করে তৌফিক ও আজিম। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে।
একই সঙ্গে আটক করে দুই ধর্ষককে। ঘটনার সময় র্যাব সদস্যরা ওই এলাকায় অবস্থান করছিল। পরে র্যাব সদস্যরা ক্যাম্প কমান্ডারের নিকট বিষয়টি অবহিত করেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোম্পানীর আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে নারীকে উদ্ধার করে ও ধর্ষকদের আটক করে থানায় নিয়ে যায়। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্থানীয়দের তথ্যে ঘটনার সত্যতা পায় র্যাব। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।