শিবগঞ্জে নৌকার পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

আপডেট: ডিসেম্বর ২৪, ২০২৩, ৭:২৭ অপরাহ্ণ


শিবগঞ্জ প্রতিনিধি:


সংসদ নির্বাচনে শিবগঞ্জে নৌকা মার্কার প্রার্থীর পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ নিয়ে রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে শিবগঞ্জ থানার ওসি ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর নিকট লিখিত অভিযোগ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নৌকা মার্কার প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি।

অভিযোগে বলা হয়, গত ৩ দিন থেকে উপজেলার বিশ্বনাথপুর, কানসাট আব্বাস বাজার, শিবগঞ্জ পৌর এলাকার সেলিমাবাদ খানপাড়া, ইসরাইল মোড়, মনাকষার খড়িয়াল, উজিরপুর ও রানীহাটি বাজার সহ বিভিন্ন এলাকায় নৌকা মার্কার নির্বাচনী পোস্টার, ফেস্টুন, ব্যানার ও পোস্টার লাগানোর সরঞ্জাম কে বা কারা ছিঁড়ে ফেলেছে। জড়িতদের যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে। নৌকা মার্কার প্রার্থী ডা. শিমুল এমপি বলেন, উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে দেয়া হয়েছে।

ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অভিযোগ করা হয়েছে। নৌকার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের লোকজনই এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ান জানান, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনাক্তকারীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ