শিবগঞ্জে পদ্মায় ডুবে শিশুর মৃত্যু

আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৪, ১০:৫৮ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে ডুবে আল আমিন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আল আমিন পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের টুটুল আলীর ছেলে ও উত্তর পাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়ির পাশে পদ্মা নদীতে গোসল করতে নেমে প্রবল স্রোতে ডুবে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক। তিনি বলেন, দুপুরে স্কুল ছুটি শেষে বাড়ি ফিরে নদীতে গোসলে গিয়ে ডুবে মারা যায় শিশু আল আমিন। বিষয়টি স্থানীয়রা বুঝতে পেরে মরদেহ উদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ