শনিবার, ১৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা:
শিবগঞ্জে পদ্মা নদীতে ডুবে মাসুম (৬) নামে এক শিশু মৃত্যু হয়েছে। শিশুটি হলো শিবগঞ্জ উপজেলার ১২ নং পাঁকা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লক্ষীপুর বোগলাউড়ি গ্রামের সুমনের ছেলে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুর দেড়টার দিকে বোগলাউড়ি ঘাটে। ঘটনাটি নিশ্চিত করেন ৫নং ওয়ার্ড ইউপি সদস্য রুহুল আমিন। তিনি জানান দুপুর দেড়টার দিকে সুমন আলি গরুকে গোসল করাতে গেলে সংগে মাসুমও যায়।
এ সময় সুমন আলি তাকে বাড়ি থেকে একটা শাম্পু আনার জন্য বাড়ি পাঠায়। মাসুম শাম্পু নিয়ে নদীর ঘাটে যায়। এর ফাঁতে সুমন বাড়ি চলে যায়। মাসুম তার আব্বাকে ঘাটে না পেয়ে একাই নদীতে নামলে সে নিখোঁজ হয়। অন্যদিকে তার পিতা তাকে বাড়িতে না পেয়ে নদীর ঘাটে এসে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।