শিবগঞ্জে পিকআপে আগুন দেয়ার ঘটনায় এক যুবক গ্রেফতার

আপডেট: নভেম্বর ১৬, ২০২৩, ৮:৫৭ অপরাহ্ণ


শিবগঞ্জ প্রতিনিধি:


পূর্ব শত্রুতার জের ধরে পিকআপে আগুন দেয়ার ঘটনায় মামলার প্রেক্ষিতে রাজু (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার যুবক হলো শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারী বিনপাড়া মহল্লার তরিকুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে পিকআপ মালিক চকদৌলতপুর জালমাছমারী মহল্লার আতাউর রহমানের ছেলে আবিকুল আহাদ বাদি হয়ে রাজু ও তার পিতা তরিকুলের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা করেন। গত ১৫ নভেম্বর দিবাগত বুধবার (১৫ নভেম্বর) দিবাগত রাত পৌণে ১টার দিকে পৌর এলাকার ইসরাইল মোড়ে এ ঘটনা ঘটে। রাতেই জালমাছমারী এলাকায় অভিযান চালিয়ে রাজুকে গ্রেফতার করা হয়। এজাহারে বলা হয়, ডিম ব্যবসায়ী ও পিকআপ মালিক আবিকুল আহাদের কর্মচারী ছিলেন রাজু। চলতি বছরের ১৫ সেপ্টেম্বর রাজু ওই পিকআপে ডিম সরবরাহ করতে যান।

এক পর্যায়ে ডিম সরবরাহ করা বেশকিছু টাকা চুরি করে রাজু। পরে টাকা চুরির ঘটনায় স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা হয়। কিন্তু পূর্ব শত্রুতার জেরে বুধবার রাত পৌণে ১টার দিকে পৌর এলাকার ইসরাইল মোড়ে আবিকুল আহাদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে থাকা ঢাকা মেট্রো ন-১৯-৫২৯৩ নম্বরের নীল রঙের একটি খালি পিকআপে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন রাজু। এ সময় স্থানীয় নৈশ প্রহরী হাবিবুর রহমান বিষয়টি টের পেয়ে পিকআপ মালিক আবিকুল আহাদকে খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়। এ ঘটনায় গাড়ির কাগজপত্র ভষ্মিভূত হয়ে ৯ লাখ ৪০ হাজার টাকা ক্ষতি হয়।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, এ ঘটনায় পিকআপ মালিক আবিকুল আহাদের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রাজুকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ