শনিবার, ১৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছে গেছে ৭০ জন দরিদ্র নারী। বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকা উপজেলান ধাইনগর ও শাহবাজপুর ইউনিয়নের ৭০ জন নারী কাছ থেকে আত্মসাৎ করেছেন এক নারী প্রতারক। এছাড়া অভিযোগ উঠেছে শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারি কাম-কম্পিউটার অপারেটর আশরাফুল হকের বিরুদ্ধে। তবে, তিনি অভিযোগটি মিথ্যা বলে দাবি করেন।
প্রতারক ওই নারী শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নলডুবরী হঠাৎপাড়ার মনিরুল ইসলামের স্ত্রী মোসাঃ কটকতারা(৩৭)।
প্রতারণার শিকার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া বাজারে মালা বেগম, নাসরিন বেগম, জান্নাতি বেগম, আয়েশা বেগম সহ অনেকে জানান, আমাদের মহিলা বিষয়কের মাতৃত্বকালীন কার্ড করে দিবো বলে প্রায় এক বছ আগে ৪ হাজার টাকা থেকে ২০ হাজার থেকে শুরু পর্যন্ত নিয়েছে। কিন্তু আমরা প্রতারক কটকতারা প্রতারণার ফাঁদ বুঝতে পারিনি। পড়ে বিভিন্ন সময় টালবাহার দেখে প্রতারণা ফাঁদ বুঝতে পেরে তাকে আটক করা হয়।
পরে স্থানীয় প্রশাসন বিষয়টি জানতে পেরে ধোবড়া বাজার থেকে প্রতারক কটকতারা কে উদ্ধার করে আইনী ব্যবস্থা গ্রহণ করেন।
এদিকে, উপজেলা মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারি কাম-কম্পিউটার অপারেটর আশরাফুল বলেন, আমি কোন কটকতারা নামে কাউকে চিনি না এবং আমি কারো কাছে কোন অর্থ গ্রহণ করিনি।
এব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী বলেন, আমরা অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে ওই প্রতারক নারীকে উদ্ধার করে আইনী ব্যবস্থা গ্রহণ করেছি।