শিবগঞ্জে প্রবীন হিতৈশীর উদ্যোগে কম্বল বিতরণ

আপডেট: জানুয়ারি ২১, ২০২৪, ৯:৫৯ অপরাহ্ণ


শিবগঞ্জ সংবাদদাতা:


প্রবীণ হিতৈশী সংঘের উদ্যোগে ও অর্থায়নে শিবগঞ্জে দেড় শতাধিক দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে কম্বল করা হয়েছে। রোববার (২১ জানুয়ারি) দুপুরে শিবগঞ্জ পৌর মার্কেটের দ্বোতলায় প্রবীন হিতৈশীর নিজ প্রবীন হিতৈশীর শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সহ-সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আকবর আলী ও কোষাধ্যক্ষ একরামুল রেজাসহ সংঘের প্রবীণ সদস্যরা।