শিবগঞ্জে প্রেমের জের প্রতিপক্ষের হাতে যুবক আহত

আপডেট: জুন ৯, ২০২৩, ৬:০৯ অপরাহ্ণ


শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা :


জেলার শিবগঞ্জে প্রেমের জের ধরে এক যুবককে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে। আহত যুবক হলো শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর তাতীপাড়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৭)। ঘটনাটি ঘটেছে গত ৮ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় ওই এলাকার আমবাগানে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় একদল যুবক আমবাগানে আরিফুল ইসলামকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় স্থানীয়রা ছুটে আসলে তারা পালিয়ে যায়। এ সময় তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

দায়িত্বরত চিকিৎসক ফরহাদ আলি সুইট জানান আঘাতে তার হাত ভেঙ্গে গেছে এবং অন্যান্য স্থানে আঘাত রয়েছে। আহত আরিফুল ইসলাম জানান, ৮জুন বৃহস্পতিবার সন্ধ্যায় কৌশলে,রজব মিস্ত্রি, মানিক,রহমত নয়ালাভাঙ্গা ইউনিয়নের হাসানসহ কয়েকজন যুবক ডেকে নিয়ে গিয়ে আমার উপর সন্ত্রাসী হামলা চালায় আমাকে গুরুতর আহত করে।

উল্লেখ,ঘটনার বিষয়ে বিবাদী পক্ষের সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করেও তাদেরকে ফোনে পাওয়া যায়নি। এমতাবস্থায ঘটনার বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ