মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের কানসাট-চৌডালা আঞ্চলিক সড়কের ত্রিমহনী বটতলা এলাকা থেকে ৬৫০ বোতল ফেন্সিডিলসহ মাহিদুর রহমান (২২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাহিদুর উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মোন্নাপাড়ার মাইমুল হকের ছেলে।
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সরোয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় শিবগঞ্জ থানা পুলিশ ত্রিমহনী বটতলা এলাকায় অভিযান চালিয়ে ট্রলিতে থাকা ৪টি ধানের বস্তার মধ্যে থেকে ৬৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় মাহিদুরকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।