শিবগঞ্জে বই উৎসব পালিত

আপডেট: জানুয়ারি ১, ২০২৪, ৯:৩৪ অপরাহ্ণ


শিবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বই উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস আয়োজিত সেলিমাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণের মধ্য দিয়ে এই বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ান। উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম প্রমূখ।

অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ে ১ম ও ২য় শ্রেণির ১৩ হাজার শিক্ষার্থীকে তিনটি করে ৩৯হাজার ৩য়, ৪র্থ, ৫ম শ্রেণির ২৭ হাজার শিক্ষার্থীর প্রত্যেককে ৬টি করে এক লাখ ৬২ হাজার, মোট দুই লাখ এক হাজার বই দেয়া হয়। এছাড়া মাধ্যমিক পর্যায়ে ১৫৩টি স্কুল, মাদ্রাসা ও ভোকেশনাল প্রতিষ্ঠানে ১০ হাজার ৭১০ জন শিক্ষার্থীর মাঝে ১ লাখ ১৭ হাজার ৫৩০টি বই দেয়া হয়। প্রত্যেক শিক্ষার্থীকে দেয়া হয় ১০টি করে বই।

এ বিভাগের অন্যান্য সংবাদ