সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ম্যানোকা রানী (৩৮) নামে এক নারীকে বাড়িতে ঢুক মারধরের অভিযোগ উঠেছে চকরী বেগম ও বাহদুর আলীর বিরুদ্ধে। শনিবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে দুর্লভপুর ইউনিয়নের কালুপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ম্যানোকা রানী ওই এলাকার ভবেস সিংহের স্ত্রী। এ ঘটনায় চকরী বেগম (৩৮) ও বাহদুর আলীর (৪৫) বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন ম্যানোকা রানী। এজাহারে উল্লে করা হয়, উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মৃত রফুরুল্লাহ বিহারীর ছেলে বাহদুর আলীর সঙ্গে শিবগঞ্জ পৌর এলাকার আব্দুর রফিকের মেয়ের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এরই জেরে শনিবার সন্ধ্যায় বসতবাড়িতে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারধর করেছে। একই সঙ্গে তাকে নির্যাতন করেছে বলে এজাহারে উল্লেখ করা হয়। পরে লোহার রড দিয়ে তারা দুজন মিলে তার মাথায় আঘাত করতে থাকে। এতে ফেটে গেছে তার মাথা। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, এক নারী আহত হওয়ার ঘটনায় অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়।