সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি
আবারো উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল পারঘোড়াপাখিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ফাহমিদা খাতুন (১৪)। ফাহমিদা খাতুন ছত্রাজিতপুর ইউনিয়নের বহলাবাড়ি গ্রামের মিনহাজুল ইসলামের মেয়ে।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত দশটার দিকে বহলাবাড়ি গ্রামে কনে ফাহমিদা খাতুনের সঙ্গে একই ইউনিয়নের রশিকনগর গ্রামের এসলামের ছেলে শিশির আহমেদের বাল্যবিয়ের দায়ে কনের মা তাসলিমা বেগম ও কনের চাচা আবদুল কাদের ছেলে সেমাজুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে।