মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাল্যবিবাহ বন্ধ ও শিশুদের প্রতি সহিংসতা রোধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ শে জুন) বেলা ১০ টায় দাইপুখুরিয়া ইউনিয়নের কাশিয়া বাড়ি উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফ এর অর্থায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর রেজা। এই সময়
বক্তব্য রাখেন- কমিউনিটি ফ্যাসালিটার আলী হায়দার বাপ্পি, কাশিয়া বাড়ী মসজিদের ইমাম ফিরোজ হোসেন, স্থানীয় আলেম, রাজনৈতিক ব্যক্তিত্ব , সাংবাদিক, সমাজকর্মী, সুধীজন,কাশিয়া বাড়ী উচ্চ বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীর উপস্থিত ছিলেন ।বক্তারা এসময় শিশুদের প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।