শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আক্তারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ নিয়ে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ছাত্র আন্দোলনের নেতা আল বশরী সোহান।
অভিযোগে বলা হয়, গত ২১ অক্টোবর বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড-বিআরডিবির আওতাভুক্ত শিবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের শুন্য পদের বিপরীতে একজন পরিদর্শক পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এরই প্রেক্ষিতে গত ২৮ নভেম্বর পরিদর্শক পদের লিখিত পরীক্ষা অনু্ষ্িঠত হয়।
লিখিত পরীক্ষা চার জনকেউত্তীর্ণ করে ওইদিন বিকাল ৩টায় মৌখিক পরীক্ষায় উপস্থিত আহবান করে নোটিশ বোর্ডে টানানো হয়। অভিযোগে আরো বলা হয়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, চাঁপাইনবাবগঞ্জ উপপরিচালক ও রাজশাহী বিভাগীয় পরিচালকের যোগসাজশে এক নম্বর প্রার্থীর নিকট হতে মোটা অংকের উৎকোচ গ্রহণ করে তাকে নিয়োগ দেয়ার পাঁয়তারা চলছে।
এমনকি লিখিত পরীক্ষা অনু্ষ্িঠত হবার আগে তাকে একটি খসড়া প্রশ্নপত্র দেয়া হয়। এছাড়া নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির কথোপকথনের অডিও রেকর্ড সংরক্ষণ রয়েছে। এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগের অনুলিপি দেয়া হয়েছে। শিগগির নিয়োগ স্থগিত করে অপকর্মের মাধ্যমে অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ছাত্র আন্দোলনের নেতা আল বশরী সোহান।
তবে অভিযোগটি অস্বীকার করেছেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আক্তার। অভিযোগ পাবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আফতাবুজ্জামান আল-ইমরান। তিনি জানান, রাজশাহী বিভাগীয় পরিচালক বিষয়টি তদন্ত করবেন।