বুধবার, ২৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
শিবগাঞ্জ নরগঠিত উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটিকে সংবর্ধণা দিয়েছে বিএনপি ও সহযোগী সংগঠ।
রোববার (১৬ ফেব্রুয়াারি) সকালে শিবগঞ্জ পৌর এলাকার বাজার এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাবেক এমপি ও বিএনপি চেয়াারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিয়া নবগঠিত উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটিকে ফুল দিয়ে বরণ নেন।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা বিএনপির নব গঠিত উপজেলা কমিটির আহ্বায়ক ও নয়ালা ভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুল হক , সদস্য সচিব তোসিকুল ইসলাম, শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সফিকুল ইসলাম প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব আলমগীর কবির জুয়েলসহ ও নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যরাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।