শিবগঞ্জে বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলিসহ আটক দুই

আপডেট: মার্চ ৫, ২০২৪, ৮:৪৯ অপরাহ্ণ


শিবগঞ্জ প্রতিনিধি:জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি সহ দু’জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো শিবগঞ্জ উপজেলার শ্যামপুর চৌধুরীপাড়া গ্রামের মৃত তোহরুল ইসলামের ছেলে মিঠুন ওরফে সাগর (২৭) ও একই উপজেলার কানসাট ইউনিয়নের পুখুরিয়া গ্রামের মৃত মোকসেদ আলী শেখ ওরফে মুকুর ছেলে সেবাদুল ইসলাম (৫০)।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে পুলিশ সুপার মো. ছাইদুল হাসান বিপিএম-পিপিএম এর নির্দেশনায় ডিবি পুলিশের একটি আভিযানিক দল ৪ মার্চ সোমবার বিকেল পৌণে ৫ টার দিকে শিবগঞ্জের কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি সহ সাগর ও সেবাদুলকে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলস হয়েছে এবং আটককৃতদের থানা পুলিশের সহায়তায় গ্রেফতার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ