বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি
শিবগঞ্জে শুভ (১২) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী বিদ্যালয় যাওয়ার পথে নিখোঁজ হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রতিকার চেয়ে বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকালে নিখোঁজ শিক্ষার্থীর পিতা শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
শুভর পিতা মানিক চন্দ্র সরকারের স্বাক্ষরিত অভিযোগ জানা গেছে, বুধবার সকাল ৭টায় শুভ শিবগঞ্জ রেডিয়েন্ট স্কুল এ্যান্ড কলেজ যাবার উদ্দেশ্যে চককীর্তি ইউনিয়নের নাধরা গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়।বিকাল পর্যন্ত শুভ বাড়ি ফিরে না। আসায় তার নিজ স্কুল সহ বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেও পাওয়া যায়নি।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, অভিযোগ পেয়েছি। নিখোঁজ শিক্ষার্থী শুভ এর কাছে মোবাইল ফোন না থাকায় কিছুটা অসুবিধা হলেও চেষ্টা চলছে।
উল্লেখ্য, শুভ শিবগঞ্জ রেডিয়েন্ট স্কুল এ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।