শিবগঞ্জে বিদ্যুতের লোডশেডিঙে জনজীবন বিপর্যস্ত

আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ৮:১৬ অপরাহ্ণ

শিবগঞ্জ প্রতিনিধি


তীব্র তাপদহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঘনঘন লোডশেডিঙ। এ যেনো তীব্র গরমের সাথে প্রতিযোগীর মত হয়ে উঠেছে লোডশেডিঙের মাত্র। অন্যদিকে লোডশেডিংয়ের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে গরু ও মুরগির খামারিরা।
সংশ্লিষ্ট দপ্তরের তথ্যমতে, চাহিদার তুলনায় অর্ধেক বিদ্যুৎ পাওয়ার কারণে লোডশেডিঙ করতে হচ্ছে। গত কয়েকদিনের প্রচণ্ড তাপদাহ আর দিনে-রাতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎবিহীনতার কারণে শিশু ও বয়স্করা মারাত্মক ভোগান্তি পোহাচ্ছেন।

শিবগঞ্জ জোনাল অফিসের অধীনস্থ ৩টি স্টেশনে প্রায় ৯০ হাজার গ্রাহকের প্র্রায় ২৭ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে প্রায় ১০ থেকে ১২ মেগাওয়াট সরবরাহ করা হচ্ছে। ফলে প্রতিদিনই ৫০ শতাংশ লোডশেডিঙ শিবগঞ্জ জোনাল অফিসের নিয়তিতে পরিণত হয়েছে।

শিবগঞ্জ বাজারের দোকানদার ফারুক ও হযরত আলী বলেন, আশ্বিন মাসে এমন অস্বাভাবিক গরম জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলছে। রাস্তাঘাটে মানুষের চলাচল অনেকটা কোথায় স্বস্তি নেই। এদিকে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, প্রচন্ড গরমের কারণে ছোট ছোট শিশুরা ক্লাসে বেশ কষ্ট করছে। পাশাপাশি লোডশেডিঙও রয়েছে। এ কারণে গরমে অতিষ্ঠ হয়ে শিক্ষার্থীরা ক্লাসে মনোযোগ ধরে রাখতে পারছে না। শুধু শিক্ষার্থীরাই নয়, শিক্ষকরাও গরমে ক্লাস নিতে কষ্ট করছেন। গত কয়েকদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ তাপমাত্রা অস্বাভাবিক আচরণ করছে।

এব্যাপারে শিবগঞ্জ জোনাল অফিসের কর্মকর্তা উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. রেজাউল করিম বলেন, আমার এই জোনাল অফিস প্রায় ৭০ কিলোমিটার দূরত্ব এলাকায় ৩টি স্টেশনের আওতায় ৯০ হাজার গ্রাহক রয়েছে। গ্রাহকদের প্রায় ২৭ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে প্রায় ১০ থেকে ১২ মেগাওয়াট সরবরাহ করা হচ্ছে। ফলে প্রতিদিনই লোডশেডিং বৃদ্ধি পাচ্ছে। তিনি আরো বলেন, বর্তমান সময়ে দিনে ১৫ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে ৬০ থেকে ৭০ শতাংশ বিদ্যুৎ পাচ্ছি। এছাড়া রাতে প্রায় ২৫ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে অর্ধেক বিদু্যুৎ পাচ্ছি। বিধায় আমাদের লোডশেডিঙ করতেই হচ্ছে।

ডিজিএম রেজাউল করিম বলেন, ব্যাটারী চালিত বিভিন্ন যানবাহন সারাদিন চলাচলের পর রাতে একযোগে চার্জে লাগানোর ফলে বিদ্যুতের লোড বাড়ছে। এই লোড বাড়ার কারণে লোডশেডিঙ করতে হচ্ছে। আমরা ইচ্ছাকৃতভাবে লোডশেডিঙ করছি না। আমাদের চাহিদার তুলনায় প্রায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহ থাকায় এই লোডশেডিঙ।

তিনি বলেন, যদি জাতীয় গ্রিড থেকে চাহিদামত বিদুৎ সরবরাহ করা হয় তাহলে লোডশেডিঙ কমে আসবে। বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিঙের কারণে ক্ষোভ বাড়ছে শিবগঞ্জ বাসাীর। বিশাল পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পাওয়ায় ক্ষোভের মাত্রা বাড়ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ