শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
‘দক্ষ যুব শক্তি দেশ গঠনের মুল ভিত্তি’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বেকার যুব ও যুব নারীদের সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে কানসাট যুব উন্নয়ন সংস্থার আয়োজনে ও উপজেলা যুব উন্নয়ন অফিসের সার্বিক সহযোগিতায় কানসাট ফাযিল মাদ্রাসায় এই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব।
এ সময় তিনি বলেন, সমাজের বেকার যুব ও যুব নারীদের স্বনির্ভর করার লক্ষ্য কাজ করছে রেজিস্ট্রারপ্রাপ্ত সংস্থাটি। শুধু আজকের এই আয়োজন না, সংস্থাটি এর আগেও বেকার যুব ও যুব নারীদের নিয়ে কাজ করেছে। তিনি আরো বলেন, নাম মাত্র প্রশিক্ষণ না নিয়ে সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে নিজেকে একজন দক্ষ যুব ও যুব নারী হিসেবে গড়ে তুলতে হবে।
আশা করছি, প্রশিক্ষণ নিয়ে আপনারা দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবেন। কানসাট যুব উন্নয়ন সংস্থার সভাপতি ইমরান আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসের ইসাম উদ্দিন, প্রশিক্ষক আব্দুল কাদির ও আহসান হাবিবসহ অন্যরা।