শিবগঞ্জে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে পাঁচ হাজার মানুষের মানববন্ধন

আপডেট: জুলাই ২৩, ২০১৭, ১২:৫২ পূর্বাহ্ণ

শিবগঞ্জ প্রতিনিধি


শিবগঞ্জে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে পদ্মা নদীর তীরে মানববন্ধন করে পাঁচ হাজার মানুষ-সোনার দেশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা, দূর্লভপুর ও উজির ইউনিয়নের নদী ভাঙন প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে তিনটি ইউনিয়নের প্রায় পাঁচ হাজার মানুষ। পল্লি সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পদ্মা নদীর তীরে চর পাকা হলদীবোনা নামক স্থানে এ মানববন্ধন ও গণস্বাক্ষার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পল্লি সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি আশফাকুর রহমান রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথির ভাষণে সুশীল সমাজের শিবগঞ্জ উপজেলা শাখার প্রতিনিধি প্রভাষক হোসনেউল হায়দার বলেন, নদী ভাঙনের কারণে তিনটি ইউনিয়নের সর্বশ্রেণির মানুষের কষ্ট ও দুর্দশা লাঘবে ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উজির ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন, দাদনচক হেমায়েত উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রাব্বানীসহ আরো অনেকে।
সভাপতির ভাষণে আশফাকুর রহমান রাসেল বলেন, প্রায় সাড়ে ৫শ বছর ধরে এ তিনটি ইউনিয়নের মানুষ প্রায় শতবার পদ্মা নদীর ভাঙনে পড়ছে। ভাঙাগড়ার মাধ্য দিয়ে মানবেতর জীবনযাপন করে আসছেন তারা। কোন দিনই প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করা হয় নি। বর্তমানে মাত্র তিনমাস আগে তিনটি ইউনিয়নের পদ্মানদীর ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সহ¯্রাধীন এলাকাবাসীর স্বক্ষরিত একটি আবেদন উপজেলা নির্বাহী অফিসার বরাবর করা হলেও এখনো তিনি কোন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন নাই।
তিনি আরো জানান, বর্তমানে এ ভাঙনের কবলে বিজিবির ৫ ক্যাম্প, ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৬০টি মসজিদ, তিনটি বন্যা আশ্রয় কেন্দ্র, পাঁচ হাট বাজারসহ ৩৫ হাজার মানুষের বসতভিটা হুমকির মুখে পড়েছে।