শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রায় ২৩ লাখ ভারতীয় জাল রুপীসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার ১১টার দিকে বিনোদপুর ইউনিয়নের খাসের হাট-শিবগঞ্জ রোডের একবরপুর সিনেমা হল মোড় থেকে তাদের আটক করা হয়।
আটককৃত হলেন, উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরগঞ্জ গ্রামের মফিজুল হকের ছেলে মোখলেশুর রহমান (২৭) ও একই গ্রামের ফিরোজ আলির ছেলে জসিম (১৯)।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা ১১টার দিকে শিবগঞ্জ থানার এসআই গোলাম মোস্তফার নেতৃত্বে একদল পুলিশ বিনোদপুর ইউনিয়নের খাসের হাট-শিবগঞ্জ রোডের একবরপুর সিনেমাহল মোড়ে ঝুমুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মধ্য হতে ২৩ লাখ ভারতীয় জাল রুপীসহ মোখলেশুর ও জসিমকে হাতেনাতে আটক করা হয়।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রমজান আলি জানান, আসামিদের জিজ্ঞাগাবাদ চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।