শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি
আগামী ৫ অগাস্ট দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সভার আয়োজন করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেডিক্যাল অফিসার ডা. কেএম সাদিকুল বারী , শিবগঞ্জ থানার ওসি (অপারেশন জাহাঙ্গির আলম, ইউনিসেফের প্রতিনিধি কনসালটেন্ট ডা. আবু সায়েম, ইপিআই টেকনিসিয়ান কামরুজ্জামান, শিবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজিমুজ্জামান বাবু প্রমুখ। কর্মশালায় জানান হয়- উপজেলার ৬ লাখ ১০ হাজার ৫৩১ জন জনসাধারণের মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৮৩৪৭ শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি ৬৫ হাজার ৩২০ জনসহ মোট ৭৩ হাজার ৬৬৭ জন শিশুকে উপজেলার ৪০৪ টি সেন্টারে ভিটামিন এ ক্যাপস্যুল খাওয়ানো হবে। সভায় উপজেলার সকল গ্রাম-পাড়া-মহল্লার প্রতিটি জায়গার একটিও শিশু যেনো ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো থেকে বাদ না পড়ে, সেদিকে সুদৃষ্টি রাখা এবং সকলের সহযোগিতায় নিয়ে শতভাগ ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য তাগিদ করেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা।