শনিবার, ১৩ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৯ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি:
করোনা প্রতিরোধে গণসচেততা লক্ষ্যে শিবগঞ্জে ভ্রাম্যমাণ করোনা ক্যাম্পিংয়ের উদ্বোধন করা হয়েছে। শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সায়রা খান।
শনিবার দুপুরে কানসাট গোপালনগর মোড়ে এ উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বী, কানসাট ইউপি চেয়ারম্যান মো. বেনাউল ইসলাম প্রমূখ। ক্যাম্পিংয়ে বিনামূল্যে পথচারীদের করোনা পরীক্ষার জন্য রেজিষ্ট্রেশনের মাধ্যমে নমুনা সংগ্রহ করা হয়।