রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি:জেলার শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাহাপাড়া বাজার সংলগ্ন বৈরাগী পাড়ায় গ্রামে আগুন লাগার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে মৃত অজেদ বৈরাগীর ছেলে আব্দুর রশিদ বাড়িতে। ১ লা এপ্রিল ২০২৪ ভোর আনুমানিক ৫ টার দিকে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করছে স্থানীয়রা।
স্থানীয়রা আরো বলেন , আব্দুর রশিদের তিনটি রুম ছিল টিনের বেড়া ও উপরের টিনের চালা দিয়ে তৈরী করা রুমগুলো ছিল। সবগুলো ঘর পুড়ে ছাই হয়ে গেছে ও ক্ষতিগ্রস্থের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য দিক হলো দুই লক্ষ আশি হাজার টাকা মূল্যের দুইটি গরু ও ২৫ হাজার টাকা মূল্যের দুইটি ছাগল পুড়ে মারা ছাই হয়ে গেছে। সকাল পাঁচটায় আগুনের তাপাদহ সকাল সাতটায এলাকাবাসীর প্রচেষ্টায় নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের লোক আসলে দেখেন আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইফতার করবেন কি দিয়ে এমন সমপরিমাণ খাদ্য ও তার বাড়িতে এখন নেই। স্থানীয় বাসিন্দারা বলছেন যে, জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।