সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি:শিবগঞ্জে তিন দিন ব্যাপী মহিষ পালন কারী কৃষকদের প্রশিক্ষণে মা মহিষ পালন কারীর স্থলে পুরুষ মহিষ পালনকারীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে বলে অভিযোগ ওঠেছে। তবে কর্তৃপক্ষ বলছেন মা মহিষ পালনকারী না পাওয়ায় বাধ্য হয়ে পুরুষ মহিষ পালনকারীদেরকেই প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
সূত্রমতে, শিবগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে ১১.১২ ১৩ মার্চ তিন দিন ব্যাপী শিবগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসের অধিনে উপজেলার ৩০জন মা মহিষ পালন কারীকে প্রশিক্ষণ দেয়া হবে। কিন্তু সরেজমিনে গিয়ে জানা গেছে, যারা প্রশিক্ষণ নিচ্ছে তারা কেউ মা মহিষ পালন করেন না।তারা মহিষ পালন করেন বটে তবে সেগুলি পুরুষ মহিষ ও সে গুলো দিয়ে জমি চাষ ও গাড়ী বহন করান। তাছাড়া প্রশিক্ষণার্থীদের যে নিম্ন মানের খাবার দেয়া হয়েছে, যদিও খাবার খরচ বাবদ ৩৮০ টাকা করে ধরা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. শাহাদাত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমাদের করার কিছু নেই। মা মহিষ পালন কারীদের প্রশিক্ষণ হওযার কথা থাকলেও শিবগঞ্জ উপজেলায় মা মহিষ পালনকারী না পাওয়ায় পুরুষ মহিষ পালন করী দেরই প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তবে এ প্রশিক্ষণের মাধ্যমে মহিষ পালনকারীদেরকে মা মহিষ পালনে উদ্বৃদ্ধ করা হচ্ছে। যাতে তারা ভবিষ্যতে মা মহিষ পালনে আগ্রহী হয়ে উঠে।