সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ রোধে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার চককীর্তি ইউনিয়নের চাতরা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার হোসেন আনু মিঞার উদ্দ্যোগে ইউপি চেয়ারম্যান মোফাখখারুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) ওয়ারেশ আলি মিঞা, অধ্যক্ষ গোলাম মোস্তফা ওসি রমজান আলি প্রমুখ।
আলোচনা শেষে প্রধান অতিথি মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন। শেষে চ্যানেল আই কন্ঠশিল্পীসহ বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।