শিবগঞ্জে মানবাধিকার কমিশনের সদস্যদের মাঝে কার্ড বিতরণ

আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৩, ১১:১১ অপরাহ্ণ

শিবগঞ্জ প্রতিনিধি:


শিবগঞ্জে মানবাধিকার কমিশনের সদস্যদের পরিচিতি সভা ও কার্ড বিতারণ করা হয়েছে। রোববার ( ৫ ফেব্রুয়ারি ) বিকালে শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হল রুমের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ মানবাধিকার কমিশন শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. শরিফুল ইসলাম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হায়াত।

বিশেষ অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার মানবাধিকার কমিশনের সভাপতি মো. ইউসুফ আলী পিন্টু। প্রধান বক্তা চাঁপাইনবাবগঞ্জ জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহনেয়াজ সিনা। বিশেষ বক্তা চাঁপাইনবাবগঞ্জ জেলার বাংলাদেশ মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি মো. মাসিদুল রহমান। বিশেষ অতিথি শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহমেদ প্রমুখ। সঞ্চালনায় করেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন শিবগঞ্জ উপজেলা শাখা সাধারণ সম্পাদক মো আহসান হাবিব।

এ বিভাগের অন্যান্য সংবাদ