রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি
২৫ থেকে ৭৫ বছর বয়সী ৬৮ জন নারী ও ৮২ জন পুরুষের হাতে বই ও শ্লেট তুলে দেয়ার মধ্য দিয়ে পোড়াডিহি নাইট স্কুলের উদ্বোধন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পোড়াডিহি গ্রামে গত রোববার রাতে মুক্তির ডাক সংঘের উদ্যোগে এ নাইট স্কুলের উদ্বোধন করা হয়।
উদ্বোধন উপলক্ষে রোববার রাতে নাইট স্কুল প্রাঙ্গণে মুক্তির ডাক সংঘের সভাপতি ও বঙ্গবন্ধু প্রজন্মলীগের শিবগঞ্জ থানা শাখার সভাপতি সাংবাদিক জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় মুক্তির ডাক সংঘের সহসভাপতি সেলিমের সঞ্চালনায় উদ্বোধনী সভায় প্রধান অতিথির হিসেবে জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি সাংবাদিক তোহিদুল আলম টিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়তে ও শিক্ষার হার শতভাগ নিশ্চিত করতে অজোপাড়া পোড়াডিহি গ্রামের কতিপয় তরুণদের নিজ উদ্যোগে ও অর্থায়নে প্রতিষ্ঠিত নাইট স্কুলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণদের এ উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে তিনি নিজে সহযোগিতার হাত বাড়ান এবং সর্বসাধারণকে সহযোগিতা করার অনুরোধ জানান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক সফিকুল ইসলাম, মনাকষা ইউপির ১ নম্বর ওয়ার্ড সদস্য রবিউল ইসলাম, সাবেক সদস্য আবদুস সালাম, মুক্তির ডাক সংঘের সহসভাপতি মাসুদ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বিকল প্রমুখ।