শনিবার, ২৫ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রাণীহাটি বাজারে মোটরসাইকেলের ধাক্কায় সাহু আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা লাশ উদ্ধার করে নিহতের বাড়িতে নিয়ে যায়। সাহু আলী নয়ালাভাঙা ইউনিয়নের ফতেপুর গ্রামের রইচ উদ্দিনের ছেলে।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক কামরুজ্জামান জানান, শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে রাস্তা পারাপারের সময় রাণীহাটি বাজারে চাঁপাইনবাবগঞ্জগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান সাহু আলী। নিহতের পরিবার ময়নাতদন্তের জন্য আগ্রহী না হওয়ায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ শেষে লাশ দাফনের অনুমতি দেয়া হবে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি ঘটনাস্থল থেকে জব্দ করা গেলেও এর চালক পলাতক রয়েছে।