শিবগঞ্জে মোবাইলের সিম জালিয়াতি অভিযোগে গ্রেফতার ২

আপডেট: ডিসেম্বর ৮, ২০১৬, ১২:১৮ পূর্বাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ অফিস


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একজনের নামে নিবন্ধিত মোবাইল ফোনের সিমকার্ড অন্যজনের কাছে বিক্রির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব।
গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে উপজেলার কানসাট বাজারের মা ভিডিও অ্যান্ড টেলিকম এবং বিশ্বাস টেলিকম নামের দুইটি দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় সেখান থেকে বাংলালিংক ও রবির ১৪টি অবৈধ সিমকার্ড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার কানসাট পুকুরিয়া গ্রামের আফতাব উদ্দিনের ছেলে মো. দেলোয়ার হোসেন (৩৫) ও পারকানসাট গ্রামের মোশারফ হোসেন বিশ্বাসের ছেলে শাহাদাৎ হোসেন (৩৪)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি টিম মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কানসাট বাজারের মা ভিডিও অ্যান্ড টেলিকম এবং বিশ্বাস টেলিকমে পৃথক অভিযান চালিয়ে ১৪টি অবৈধ সীমকার্ডসহ শাহাদাৎ ও দেলোয়ারকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ সিমের ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র‌্যাব জানায়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ