শিবগঞ্জে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

আপডেট: জানুয়ারি ২৫, ২০১৭, ১২:০৬ পূর্বাহ্ণ

শিবগঞ্জ প্রতিনিধি



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে একাডেমি মোড় হতে দেবিনগর জোড়া পাইকরতলা পর্যন্ত লিংকসহ বিসি দ্বারা রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন পৌর মেয়র কারিবুল হক রাজিন।
জানা যায়, ২.৬০৬ কিলোমিটার এ রাস্তার ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮ লাখ ৫১ হাজার টাকা। এ উপলক্ষে দেবিনগরে আলোচনা সভার আয়োজন করা হয়। স্থানীয় কাউন্সিলর মাইনুদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবু, উপসহকারী প্রকৌশলী মজিবুর রহমান, শিবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আবদুস সালাম, কাউন্সিলর সৈবুর রহমান, ঠিকাদার তোফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক বেলাল উদ্দিনসহ অন্যরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ