শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লেবুচাষি ও ব্যবসায়ীরা লেবু নিয়ে পড়েছেন বিপাকে। রমজানের ঈদের পরেই রাজধানীতে মাঝে মধ্যে বর্ষণ ও লেবু ব্যবসায়ীদের পরিবহণ সঙ্কটের কারণে পাঠাতে পারছে না ব্যবসায়ীরা।
লেবু ব্যবসায়ী একরামুল হক জানান, শিবগঞ্জ উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলায় সহ¯্রাধিক বিঘা জমিতে কাগচি লেবু আবাদ হয়ে থাকে। বিভিন্ন অসুবিধার কারণে এ এলাকার লেবু দেশের বিভিন্ন গন্তব্যে পাঠানো যাচ্ছে না। বর্তমানে প্রায় সব বাগানেই পেকে লাল হয়ে যাচ্ছে। প্রতিদিন সকালে উপজেলার বিভিন্ন বাজারে ওইসব পেকে যাওয়া লাল লেবু খোলা বাজারে হালি প্রতি তিন টাকা দরে বিক্রি হচ্ছে। তারপরও ক্রেতা নেয় বাজারে।
ব্যবসায়ী একরামুল হক আরো জানান, রমজান মাসে প্রতি হাজার লেবু বিক্রয় হয়ে এক হাজার একশ টাকা থেকে এক হাজার ছয়শ টাকা পর্যন্ত। কিন্তু বর্তমানে রাজধানীতে লেবুর বাজার দর অত্যন্ত খারাপ হওয়ায় লেবু দাম কমে বিক্রি হচ্ছে প্রতি হাজার লেবু মাত্র চারশ টাকা দরে। ফলে লেবু নিয়ে একদিকে চাষি অন্যদিকে ব্যবসায়ীরা পড়েছে চরম বিপাকে।