বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শত্রুতায় পুড়ল সাড়ে ১৬ শতক জমির গম। এঘটনায় শিবগঞ্জ থানায় অভিযোগও দায়ের করেছেন ভুক্তভোগীরা।
ঘটনাটি ঘটেছে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের মির্জাপুর বগলাবাড়ি বিলে গেল মাসের ১৫ জানুয়ারি। ঘটনার পরপরই প্রতিকার চেয়ে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী দেলওয়ার হোসেন ও ইউনুস আলী। কিন্তু এ পর্যন্ত কোন প্রতিকার পায়নি বলে ভুক্তভোগীদের অভিযোগ।
সরেজমিনে ও অভিযোগ সূত্রে জানা গেছে শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়ার ইউনিয়নের মির্জাপুর মৌজার ১৬৮ নং খতিয়ান, জেএল নং ১৬, দাগ নং ৩৩০৫। এই দাগের ৭১ শতক মধ্যে ১৬.৫০ শতাংশ জমি ক্রয় করে বহুদিন থেকে ভোগ-দখলীয় জমিতে এ বছরে গমের চাষ করে আসছে তারা।
পূর্ব শত্রুতার জের ধরে দাইপুখুরিয়া ইউনিয়নের মির্জাপুর মধ্যপাড়ার মৃত আইনুদ্দীনের ছেলে হাসান আলী ১৫ জানুয়ারি জমির গম খেতে কীটনাশক বিষ প্রয়োগ করে গম পুড়িয়ে দিয়েছে। বিষয়টি শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করার পর হাসান আলী সমাধান করে নেবো বলে বিভিন্ন ভাবে টালবাহানা করে সময়ক্ষেপণ করছে।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, অভিযোগটি এএসআই সোহেলকে দায়িত্ব দেয়া হয়েছে, বিষয়টি তিনি তদন্ত শেষে আইনী ব্যবস্থা নিবেন।