শিবগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে

আপডেট: জানুয়ারি ৭, ২০২৪, ১১:২২ পূর্বাহ্ণ


শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা :


শিবগঞ্জে শান্তি, সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। সকাল আটটায় ১৫৮টি েেকন্দ্রে একসাথে ভোট গ্রহণ শুরু হয়।
সরেজমিনে মনাকষা ও বিনোদপুর ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে ঘুরে দু-একটি কেন্দ্র ছাড়া প্রায় সবগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলাপ করে জানা গেছে, সকাল ১০টা পর্যন্ত প্রায় ২৫% ভোটার ভোট প্রদান করেছেন। রোববার সকাল নয়টায় স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম শিবগঞ্জ পৌরসভাধীন জালমাছমারী কেন্দ্রে ট্রাক প্রতিকে তার ভোট প্রদান করেন।

অন্যদিকে মনাকষা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ দলীয় প্রার্থী এমপি ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল সকাল সাড়ে নয়টায় ভোট প্রদান করেন। দু’জন প্রার্থী পাসের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে ব্যক্ত করেন। এ সংবাদ লিখা পর্যন্ত শিবগঞ্জের কোনো কেন্দ্রেই অপ্রীতিকর কোনো খবর পাওয়া যায়নি এবং বিএনপির ডাকা হরতালের কোনো প্রভাব নাই।

এ বিভাগের অন্যান্য সংবাদ