শিবগঞ্জে শান্তি ও সম্প্রীতি সমাজ গঠনে শিক্ষার্থীদের প্রশিক্ষণ

আপডেট: আগস্ট ৮, ২০১৭, ১:৪৫ পূর্বাহ্ণ

শিবগঞ্জ প্রতিনিধি


শান্তি-সম্প্রীতিময় সমাজ গঠনে উগ্রপন্থার বিপক্ষে পরিবর্তনকামী মানুষ হিসাবে সম্পৃক্তকরণে দুই দিনব্যাপী শিক্ষক ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ গতকাল সোমবার শেষ হয়েছে।
বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে ও রূপান্তরের সহযোগিতায় প্রথম দিন ৬ আগস্ট রোববার উপজেলার হুমায়ূন রেজা উচ্চবিদ্যালয় মিলনায়তনে সকাল ১০টা থেকে দিনব্যাপী বিদ্যালয়ের ৩০জন শিক্ষার্থীকে শান্তি-সম্প্রীতি সহিষ্ণু সমাজ গঠনে উগ্রপন্থার বিপক্ষে পরিবর্তনকামী মানুষ হিসেবে সম্পৃক্তকরণে প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদের। বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার শিবগঞ্জ উপজেলা কর্মকর্তা তোহিদুল আলম টিয়ার উপস্থাপনায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাহাবুদ্দিনের তত্ত্বাবধানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াসিন আলি ও মকিম উদ্দিন। অন্যদিকে গতকাল সকাল ১০টায় উপজেলার বিনোদপুর ডিগ্রি কলেজ মিলনায়তনে শান্তি ও সম্প্রীতি সহিষ্ণু সমাজ গঠনে শিক্ষার্থীদের প্রশিক্ষণ উদ্বোধন করেন বিনোদপুর ডিগ্রী কলেজের উপধ্যক্ষ তোহরুল আমীন। কলেজ শিক্ষক জাহাঙ্গীর হোসেন ও সলিমূল্লাহর তত্ত্বাবধানে এবং বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার শিবগঞ্জ উপজেলা কর্মকর্তা তোহিদুল আলম টিয়ার উপস্থাপনায ৩০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষক ইয়াসিন আলি এবং মকিম উদ্দিন। উল্লেখ্য উপজেলার ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে এ প্রশিক্ষণ দেয়া হবে বলে জানান বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা কর্তৃপক্ষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ