রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল রোববার দুপুরে স্কুল গুলনাহার-কশিমুদ্দিন (জিকে) ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় স্কুল প্রাঙ্গণে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির মেধাবী ১২ জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।
এসময় স্কুলের ২৬৪ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেন পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম। স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন শিবগঞ্জ পৌর এলাকার কৃতি সন্তান ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম পিপিএম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ রমজান আলী, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিয়াজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল খাঁন, সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া, জেলা যুবলীগের সহসভাপতি তোহিদুল আলম টিয়া, জেলা পরিষদের সদস্য শাহিদা আকতার রেখা, হালিমা বেগম, জেলা আওয়ামী লীগের নেত্রী শিউলি বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।