মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর চামাবাজার নুরানী মাদ্রাসার ৪০শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সকালে শ্যামপুর চামা বাজার নুরানী মাদ্রাসা মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ করেন শ্যামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নুরুল হোদা।
এ সময় ভবানীপুর ফাজিল মাদ্রাসার সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক একরামুল হক, শ্যামপুর চামা বাজার নুরানী মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আব্দুল আওয়াল, সহকারী প্রধান শিক্ষক হাফেজ আবু বাক্কার সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। শেষে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।