শিবগঞ্জে শিশুদের সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

আপডেট: জুন ২২, ২০২৫, ১১:০৩ অপরাহ্ণ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশুদের সুরক্ষা ও অধিকার বিষয়ক সচেতনতামূলক সভা হয়েছে। রোববার (২২ জুন) সকালে ইউনিসেফের অর্থায়নে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর স্ট্রেংদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে উপজেলার মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে সচেতনতামুলক এই সভা অনুষ্ঠিত হয়। সভায় শিশুদের সুরক্ষা ও অধিকার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও অভিভাবকদের করনীয় দিকসমুহ এবং বাল্য বিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ বিষায়াদি তুলে ধরেন ওয়ার্ল্ড ভিশনের চাঁপাইনবাবগঞ্জের কমিউনিটি ফ্যাসিলিটেটর আব্দুল কাদের। মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো কামরুজ্জামান সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মোবারকপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাহামুদুল হক হায়দারী মিঞা। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মান্নান। আরো উপস্থিত ছিলোন অভিভাবক ডা. হযরত আলী, মুকলেসুর রহমান, জালাল উদ্দিন, আলেম, শিক্ষার্থী, শিক্ষক, কৃষক সহ বিভিন্ন শ্রেণির মানুষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ