শিবগঞ্জে শিশু সুরক্ষা ও অধিকার বিষয়ক সচেতনতামূল সভা

আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ৯:০৮ অপরাহ্ণ


শিবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশুদের সুরক্ষা ও অধিকার বিষয়ক সচেতনতামূলক সভা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ইউনিসেফের অর্থায়নে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর স্ট্রেংদেনিক সোশ্যাল এন্ড বিহেভিযার চেঞ্জ প্রকল্পের আয়োজনে শিবগঞ্জ পৌরসভা সভা কক্ষে স্থানীয় ব্যবসায়ীক গোষ্ঠী ও বেসরকারি খাতের ফোরামগুলোর সাথে শিশুদের সুরক্ষা ও অধিকার বিষয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিশুদের সুরক্ষা ও অধিকার বিষয়ে স্থানীয় ব্যবসায়ীক গোষ্ঠী ও বেসরকারি খাতের ফোরামগুলোর করনীয় দিকসমুহ বিষায়াদি তুলে ধরেন ওয়ার্ল্ড ভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রোগ্রাম অফিসার উত্তম মন্ডল।

শিবগঞ্জে উপজেলা ফ্যাসিলিটেটর আলী হায়দার বাপ্পীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের সহকারি সুপারভাইজার ও জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য মোঃ আব্দুর রহিম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবকদের যথেষ্ট সচেতন করতে ঘটক, ইমাম, মোড়ল, কাজী, পুরোহিত, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহনের মাধ্যমে বাল্য বিয়ের কুফল সম্পর্কে ব্যাপক প্রচার চালাতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ