মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গতিশীল সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে গতিশীল সমাজ উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয় শিবগঞ্জের ত্রিমোহনীতে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
মো. আ. রওফ’র সভাপতিত্বে ও গতিশীল সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক খাইরুল ইসলামের পরিচালনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাতরা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এনামুল হক, সহকারি অধ্যক্ষ আবু নাসির, ইউপি সদস্য আ. আলিম, তৈমুর রহমান, মাইনুল ইসলাম আপেল প্রমুখ। এসময় গরীব দুঃখীদের মাঝে পাঁচশতাধীক শীতবস্ত্র বিতরণ করা হয়।