রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ অফিস
সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর বলেছেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সংস্কৃতি চর্চায় মনোযোগী হতে হবে। সংস্কৃতি চর্চা না বাড়লে দেশে হলি আর্টিজানের মত জঙ্গি হামলার ঘটনা আরো ঘটবে। তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাংস্কৃতিক কর্মকা- বৃদ্ধি করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
গতকাল বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি সৈয়বুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সাংসদ গোলাম রাব্বানী, শিক্ষাসচিব সোহরাব হোসাইন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান, জেলা প্রশাসক মাহমুদুল হাসান প্রমুখ।
১৯১৭ সালে প্রতিষ্ঠিত প্রাচীন এই বিদ্যালয়টি এ বছর শতবর্ষে পদার্পণ করেছে। এই উপলক্ষে সকালে বিদ্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও শিক্ষার্থীরা স্মৃতিচারণমুলক বক্তব্য দেন। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।