শিবগঞ্জে সড়ক দুঘর্টনায় এক পাগল নিহত

আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৪, ৮:৫৪ অপরাহ্ণ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা:শিবগঞ্জে সড়ক দুঘর্টনায় এক পাগল নিহত হয়েছে। নিহত পাগলের নাম ঠিকানা পাওয়া যায়নি। পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সোনামসজিদ -চাঁপাইনবাবগঞ্জ সড়কের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় ওই পাগল রাস্তা পারাপারের সময় ইটভাটার জন্য খড়ি বোঝাই একটি ট্রলি তাকে চাপা দিলে সে (পাগল) ঘটনাস্থলেই মারা যায়।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন বলেন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।ঘাতক ট্রলিটি জব্দ করার চেষ্টা চলছে। লাশ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ