শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

আপডেট: মার্চ ২৩, ২০২৫, ১২:০৮ অপরাহ্ণ


শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা:


শিবগঞ্জে সড়ক দুর্ঘটানয় এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছে। নিহত বৃদ্ধা হলেন, শ্যামপুর ইউনিয়নের চাঁইপাড়া গ্রামের মৃত জয়নালের ছেলে মোজাম্মেল হোসেন (৭০)। ঘটনাটি ঘটেছে রোববার (২৩ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে মোবারকপুর ইউনিয়নের ধোপপুকুর এলাকায়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাববার সকালে সাইকেল যোগে নিজ জমিতে কাজ করতে যাওয়ার পথে সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ধোপপুকুর এলাকায় পৌঁঁছালে পিছন দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে যাবার পথে তিনি মারা যান। তার নিকট আত্মীয় ইয়াসিন আলি মুত্যুর ঘটনাটি নিশ্চিত করেন।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া জানান, ঘটনাটি শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version