শিবগঞ্জে সরকারি জমিতে অবৈধ মার্কেট নির্মাণের অভিযোগ

আপডেট: জানুয়ারি ২০, ২০২৪, ৯:৩৪ অপরাহ্ণ


শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সরকারি জমিতে অবৈধভাবে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী মার্কেট মালিকের বিরুদ্ধে। এ নিয়ে প্রতিকার চেয়ে সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন আবদুর রশিদ টিপু নামে এক ব্যক্তি। অন্যদিকে প্রতিক্ষের ভাষ্য হলো তাট ক্রয়কৃত জমিতে দোকান ঘর নির্মাই করতে বঃ রশিদ অন্যায়ভাবে বাধা দিচ্ছে।

অভিযোগে বলা হয়, উপজেলার মনাকষা বাজারে চৌকা মৌজায় দশ দশমিক ৬২ একর জমি ক্রয় করে ৩০ বছর ধরে ভোগ দখল করে আসছেন আবদুর রশিদ টিপু। কিন্তু প্রায় পাঁচ বছর পূর্বে টিপু পূর্ব দক্ষিণ পার্শ্বের জমি ক্রয় করে মনাকষা সরকারি পশুর হাটের জমির উপর দেওয়াল নির্মাণ করে রাখে মার্কেট মালিক। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে আপোষ মিমাংসার পর জোরপূর্বক মনাকষা সরকারি পশুর হাটের জমি দখলের উদ্দেশ্যে দেওয়াল নির্মাণ করে রাখে।

পরে গত ১৩ ডিসেম্বর পাঁচজন রাজমিস্ত্রি দিয়ে জোরপূর্বক টিপু ও মনাকষা সরকারি পশুর হাটের জমির উপর দোকানঘর নির্মাণ করে আসছে। তবুও ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে আপোষ মিমাংসার চেষ্টা করলেও মার্কেট মালিক আপোষ করবে না বলে সাফ জানিয়ে দেয়। এ ঘটনায় দ্রুত নির্মাণ কাজ বন্ধ করে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন আবদুর রশিদ টিপু। যদিও মার্কেট মালিক মাইনুল ইসলাম বলেন, মাপ করে টিপুর বারান্দা আমার জমিতে আছেবলে প্রমান হয়েছে। বারান্দার যাবতীয় আসবাবপত্র তাকে সরিয়ে নিতে বলা হয়েছে।

তিনি আরো বলেন৷ আমি মনাকষা পশু দখল করিনি এবং সরকারী জমিতে আমার কোন লোভ নেই। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন জানান, সরকারি জমি কেউ দখল করতে পারবে না। তবে নিজ নিজ জমি ব্যবহার করতে পারবে। আব্দুর রশিদের অভিযোগের ব্যাপারে আমার কোন মন্তব্য নেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ