শিবগঞ্জে সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ

আপডেট: মে ২৮, ২০২৩, ১১:৫৩ অপরাহ্ণ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন সংসদ সদস্য ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। রোববার (২৮ মে) সকালে শিবগঞ্জ মাস্টারপাড়া, মনাকষা মোড়, মডেল স্কুল সড়কসহ শিবগঞ্জ বাজারের বিভিন্ন এলাকায় এসব লিফলেট বিতরণ করা হয়। এ সময় তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী প্রজন্ম আমাদের সবচেয়ে বড় শক্তি। তাদেরকে ডিজিটাল যন্ত্র ব্যবহারে দক্ষ করে তুলতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি ও স্মার্ট গভার্নমেন্টের মধ্য দিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার কোন বিকল্প নেই। ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি কামরুল আহসান আপেল, আওয়ামী লীগ নেতা কফিল উদ্দিন ও মৎস্যজীবি লীগ নেতা বাবু প্রমূখ। এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে চৈতন্যপুর আলিম মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এ বিভাগের অন্যান্য সংবাদ