শিবগঞ্জে সাতমাসের অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

আপডেট: ডিসেম্বর ৪, ২০১৬, ১২:২৩ পূর্বাহ্ণ

শিবগঞ্জ প্রতিনিধি
শিবগঞ্জ থানা পুলিশ শ্যামপুরের হুদমার মাঠ থেকে এক অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার করেছে। গতকাল শনিবার উপজেলার হুদমার মাঠ থেকে সাত মাসের এ শিশুর লাশ উদ্ধার করা হয়।
বিনোদপুর ইউপির ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. ইদুল হক ও  এলাকাবাসী জানান, গতকাল বিকাল আড়াইটার দিকে খোন্দা গ্রামের একদল শিশু বিনোদপুর ও শ্যামপুর ইউনিয়নের মধ্যবর্তী হুদমার মাঠে ঘাস কাটতে ও খড়ি সংগ্রহে গিয়ে একটি আম বাগানে কাগজের ব্যাগের মধ্যে সাত মাসের একটি অজ্ঞাত শিশুর লাশ দেখতে পেয়ে এলাকায় খবর দেয়। এসময় এলাকার লোকজনের মাধ্যমে জানতে পেরে ওয়ার্ড সদস্য ইদুল হক থানা পুলিশকে জানালে এসআই লুৎফর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজ্ঞাত শিশুটির লাশ উদ্ধার করেন। ইউপি সদস্য ইদুল হক আরো জানান, ধারণা করা হচ্ছে পার্শবর্তী হুদমা গ্রামের কে বা কারা সাত মাসের অবৈধ সন্তান সবার অজানতে মাঠে ফেলে গেছে।
এ বিষয়ে এসআই লুৎফর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার করে থানায়  নিয়ে এসেছি। লাশটি ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ