সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে সাবেক ইউপি সদস্যসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্য (ওসি) রমজান আলী জানান, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য সেনাউল ইসলামসহ মোট ৮ জনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। গতকাল রোববার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।